ব্রেকিং নিউজ: 


বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল অনুসারে আগামীকাল রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলায় সম্ভব্য বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ: 


৩০০ মিলিমিটারের বেশি:  সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা 


২৫০ থেকে ৩০০ মিলিমিটার:  শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ 


২০০ থেকে ২৫০ মিলিমিটার: নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী,চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি


১৫০ থেকে ২০০ মিলিমিটার:  গাজীপুর, জামালপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, 


১০০ থেকে ১৫০ মিলিমিটার: ঢাকা, মুন্সিগন্জ, নরায়নগন্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, শরিয়তপুর, বান্দরবন, কক্সবাজার 


দেশব্যাপী চলমান এই ভারি বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামী শুক্রবার থেকে এই বৃষ্টি কামার সম্ভাবনা রয়েছে।  


ভিডিও: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে মেঘের শীর্ষের তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানের মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে তত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। নিচের ভিডিওটিতে আজ সকাল ৭ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত মেঘের ঘূর্ণনের চিত্র। 


#Bangladesh #HeavyRainfall #Rainfallforecast #floodwarning #flood #Chittagong #feni #Cumilla #khagrachari #ড়াংামাতি

https://rb.gy/ffrieq