প্রশ্ন : জিলহজ্জ মাসের প্রথম দশদিনে কি আমল
করবেন❓

উত্তর : এই দশদিনের আমল,


1️⃣সিয়াম রাখা, সম্ভব হলে নয়টি রোযা রাখবেন আর সম্ভব না হলে অবশ্যই আরাফার দিন ও আরাফার পূর্বের দিন রোযা রাখুন!


2️⃣ যিকির করা, এই দিনগুলিতে বেশি বেশি যিকির করা, বিশেষ করে তাসবিহ (সুবহানআল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ্‌), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাকবির (আল্লাহু আকবার) যিকির করা!


3️⃣ ইস্তেগফার ও দুরুদপাঠ, অধিক হারে ইস্তেগফার ও দরুদ পাঠ করুন!


 4️⃣কুরআন মাজীদ তিলাওয়াত ও নফল নামায আদায় করা, কুরআন মাজীদ তিলাওয়াত করুন! 

কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ আদায় করুন!


5️⃣দোয়া করা, দোয়া কবুলের একটি বিশেষ সুযোগ পাচ্ছেন এই দিনগুলিতে। আন্তরিকতার সাথে দোয়া  করুন!


6️⃣ সাদকাহ করা, বেশি বেশি করার চেষ্টা করুন। অল্প হলে সাদকাহ করুন! 


7️⃣ আরাফার দিনে বেশি বেশি দোয়া করা! দোয়া কবুলের অন্যতম একটি সময়! আরাফার দিনের দোয়া!

ইখলাছ ও বিশ্বাসের সাথে এ দিনে নিম্নোক্ত কালিমাটি বেশী বেশী পড়া উচিত। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন এ কালিমাটি খুব বেশী পড়তেন। (মুসনাদে আহমাদঃ ৬৯২২ )

لَا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلَّ شَيْئٍ قَدِيْرٍ

(লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িং কাদির)


8️⃣তাকবিরে তাশরীক পড়া!

যিলহজ্ব মাসের ৯ যিলহজ্ব ফজর থেকে ১৩ জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব!

পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে। 

তাকবীর হলঃ

اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،  اَللهُ أكْبَرُ، 

لاَ إِلَهَ إِلاَّ اللهُ، 

وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ 

ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ

"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ!


9️⃣ ঈদের রাতে ইবাদাত করা!


1️⃣0️⃣ কুরবানি করা!


1️⃣1️⃣ ঈদ ও আইয়্যামের তাশরীকে সিয়াম পালন না করা!


সকল প্রকার হারাম কাজ থেকে দূরে থাকুন! 


এই দিনের উসিলায় আপনিও পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে ইনশাআল্লাহ্।

❣️ফি আমানিল্লাহ্❣️